Header Ads

Four_way_reversing_values.



Four way reversing valve,Hasan refrigeration and electronic.

















 Electrical magnets change the path of the freezer flow.


 This valve is used in ACs that have both cooling and heating modes. Four way reversing valves change the freezer's flow path and convert the condenser to the evaporator and convert the evaporator to the condenser. As we know, condensers have high temperatures and evaporators have low temperatures when running vapor compression refrigeration systems in general.

Changing the mood transforms the evaporator into a condenser, allowing hot air to flow through the evaporator / indoor. And this system is called the heat pump system.

The valve is also called the heat pump reversing valve. In the figure we see that the valve has four main tubes (A, B, C, D) each connected to the capillary tube from the solenoid valve attached to the tube.
 Now we will know how the valve changes the mood. Four way reversing valve has four main tubes
 (A, B, C, D) whose connection,

 A = compressor discharge line
 B = compressor suction line
 C = evaporator (indoor)and
D = condenser (outdoor).

The solenoid coil (24v / 12v) is connected to the four way reversing valve and four capillary tubes (a, b, c, d) are connected to the main four tubes (A, B, C, D) from this coil.

Heating_mood:


The spring and the plunger of the solenoid coil are normal, that is, the spring is extended. This causes the plunger to move to the left. When the heating mode is turned on, the coil is automatically energized by P.C.B at 24/12 volts, resulting in a magnetic field in the coil and the spring compresses and pulls the plunger to the right. In this case the capillary tube (a + c) is connected and the capillary tube (d + b) is connected. When entering the tube (A) of the high heat and pressure freezer four way reversing valve from the compressor's discharge line, the capillary (a) enters the solenoid valve, the capillary (c) enters the cylinder with the pilot valve. Due to high pressure in the entrained fridge, the cylinder slider moves to the right. The resulting tube (A + C) is connected and the tube (D + B) is connected. And returns to the tube (D) through the freezing capillary (d + b) located on the right side of the cylinder. The compressor comes out of the discharge line with the freezer tube (A + C) and enters the evaporator. Due to high heat and pressure freezer entering the evaporator, the evaporator forms a condenser and hot air flows into the room. The next step, from the freezer evaporator, to the condenser, is to evaporate the dormant heat by going to the condenser. This enters the compressor's suction with a low heat and pressure freezer tube (D + B). And thus completes the heating cycle.

CoolingMood: 


The cooling mode has no electric power in the solenoid coil. As a result, the spring and plunger of the solenoid coil are in the normal state, ie the spring is in the expanded state. This causes the plunger to move to the left. In this case the capillary tube (a + d) is connected and the capillary tube (c + b) is connected. Moves the slider (4) to the right side of the cylinder as in the previous one. The resulting tube (A + D) is connected and the tube (C + B) is connected. And the freezer on the left side of the cylinder returns to the capillary (c + b) and into the tube (D). The high heat and pressure evaporator from the compressor's discharge line enters the condenser through the evaporative freezer tube (A + D). And cool air flows into the room under normal conditions. Thus completes the cooling cycle.


ফোর ওয়ে রিভার্সিং ভালব্ 


ফোর ওয়ে রিভার্সিং ভালব্ একটি ইলেক্ট্রো-মেকানিক্যাল ভালব্ যা হিমায়কের প্রবাহের পথকে পরিবর্তন করে ইলেক্ট্রিক্যাল ম্যাগনেট এর দ্বারা।


যে সমস্ত এসিগুলো উভয়কালিন অর্থাৎ কুলিং & হিটিং মুড থাকে সেই এসিগুলোতে এই ভালবটি ব্যবহার করা হয়। ফোর ওয়ে রিভার্সিং ভালব্ হিমায়ক এর প্রবাহের পথকে পরিবর্তন করে কনডেন্সারকে ইভাপরেটরে রূপান্তর করে এবং ইভাপরেটকে কনডেন্সারে রূপান্তর করে।
আমরা জানি, স্বাভাবিক ভাবে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম রানিং অবস্থায় কনডেন্সারে উচ্চ তাপমাত্রা থাকে এবং ইভাপরেটরে নিম্ন তাপমাত্রা থাকে। মুড পরিবর্তন করলে ইভাপরেটর কনডেন্সারে রূপান্তরিত হয় যার ফলে ইভাপরেটর/ইনডোর থেকে গরম বাতাস প্রবাহীত হয়। আর এই সিস্টেমকেই হিট পাম্প সিস্টেম বলা হয়। ভালব্ টিকে হিট পাম্প রিভার্সিং ভালব্ নামেও ডাকা হয়।

চিত্রে আমরা দেখতে পাচ্ছি ভালব্ টির চারটি প্রধান টিউব আছে (A,B,C,D) যার প্রতিটা টিউবের সাথে সংযুক্ত সলিনয়েড ভালব্ থেকে ক্যাপিলারি টিউব যুক্ত হয়েছে।

এখন আমরা জানবো ভালবটি কিভাবে মুড পরিবর্তন করে।

ফোর ওয়ে রিভার্সিং ভালব্ এর প্রধান চারটি টিউব আছে(A,B,C,D) যার সংযোগ,
A=কম্প্রেশরের ডিসচার্জ লাইন
B=কম্প্রেশরের সাকশন লাইন
C=ইভাপরেটর (ইনডোর) এবং
D=কনডেন্সারের (আউটডোর) সাথে।

ফোর ওয়ে রিভার্সিং ভালব্ এর সাথেই সলিনয়েড কয়েলটি ( 24v/12v) সংযুক্ত থাকে এবং এ কয়েল থেকে চারটি ক্যাপিলারি টিউব (a,b,c,d) প্রধান চারটি টিউবের(A,B,C,D)সাথে সংযুক্ত রয়েছে।

হিটিং_মুড (Coil energized) :


সলিনয়েড কয়েলটির স্প্রিং এবং প্লানজার স্বাভাবিক অবস্থায় থাকে অর্থাৎ স্প্রিংটি সম্প্রসারিত অবস্থায় থাকে। যার ফলে প্লাঞ্জারটি বামে সরে থাকে। হিটিং মুড চালু করলে P.C.B দ্বারা অটোমেটিক ভাবে কয়েলটি 24/12 ভোল্টে energized হয়, ফলে কয়েলে ম্যগনেটিক ফিল্ড তৈরি হয় এবং স্প্রিং সংকুচিত হয়ে প্লাঞ্জারটিকে ডান দিকে টান দেয়। এমতাবস্থায় ক্যাপিলারি টিউব (a+c) এর সাথে সংযুক্ত হয় আর ক্যাপিলারি টিউব (d+b) এর সাথে সংযুক্ত হয়।
কম্প্রেশর এর ডিসচার্জ লাইন থেকে আসা উচ্চ তাপ ও চাপের হিমায়ক ফোর ওয়ে রিভার্সিং ভালব্ এর টিউব (A) দিয়ে প্রবেশ করার সময় ক্যাপিলারি (a) দিয়ে সলিনয়েড ভালব্ এ প্রবেশ করে, ক্যাপিলারি (c) হয়ে পাইলোট ভালব্ দিয়ে সিলিন্ডারে প্রবেশ করে। প্রবশকৃত হিমায়কে উচ্চ চাপ থাকায় সিলিন্ডারের ভেতরের স্লাইডারকে ডান দিকে সরিয়ে দেয়। ফলে টিউব (A+C) সংযুক্ত হয় এবং টিউব (D+B) সংযুক্ত হয়। এবং সিলিন্ডারের ডান পাশে থাকা হিমায়ক ক্যপিলারি (d+b) হয়ে টিউব (D) তে রিটার্ন হয়।
কম্প্রেশর এর ডিসচার্জ লাইন থেকে আসা হিমায়ক টিউব (A+C) দিয়ে বের হয়ে ইভাপরেটরে (indoor) প্রবেশ করে। উচ্চ তাপ ও চাপের হিমায়ক ইভাপরেটরে প্রবেশ করার কারণে ইভাপরেটর কনডেন্সারের রূপ ধারন করে এবং রুমে গরম বাতাস প্রবাহিত হয়। হিমায়ক ইভাপরেটর থেকে পরবর্তী স্টেপ এক্সপানশন হয়ে কনডেন্সারে (outdoor) গিয়ে সুপ্ত তাপ গ্রহন করে বাষ্পে পরিনত হয়। এই নিম্ন তাপ ও চাপের হিমায়ক টিউব (D+B) দিয়ে কম্প্রেশর এর সাকশনে প্রবেশ করে। এবং এইভাবে হিটিং সাইকেল সম্পূর্ণ করে।

কুলিং_মুড (Coil not energized):


কুলিং মুডে সলিনয়েড কয়েলটিতে কোন প্রকার ইলেক্ট্রিক পাওয়ার থাকেনা। ফলে সলিনয়েড কয়েলটির স্প্রিং এবং প্লানজার স্বাভাবিক অবস্থায় থাকে অর্থাৎ স্প্রিংটি সম্প্রসারিত অবস্থায় থাকে। যার ফলে প্লাঞ্জারটি বামে সরে থাকে। এমতাবস্থায় ক্যাপিলারি টিউব (a+d) এর সাথে সংযুক্ত হয় আর ক্যাপিলারি টিউব (c+b) এর সাথে সংযুক্ত হয়।
পূর্বের ন্যায় সিলিন্ডারের ভেতরের স্লাইডারকে (4) ডান দিকে সরিয়ে দেয়। ফলে টিউব (A+D) সংযুক্ত হয় এবং টিউব (C+B) সংযুক্ত হয়। এবং সিলিন্ডারের বাম পাশে থাকা হিমায়ক, ক্যপিলারি (c+b) হয়ে টিউব (D) তে রিটার্ন হয়।
কম্প্রেশর এর ডিসচার্জ লাইন থেকে আসা উচ্চ তাপ ও চাপের বাষ্পীয় হিমায়ক টিউব (A+D) দিয়ে বের হয়ে কনডেন্সারে (outdoor) প্রবেশ করে। এবং স্বাভাবিক অবস্থায় রুমে ঠান্ডা বাতাস প্রবাহিত করে। এভাবে কুলিং সাইকেল সম্পূর্ণ করে।

No comments

Powered by Blogger.