Header Ads

What to do to prevent AC explosion?এসি’র বিস্ফোরণ রোধে করণীয় কী?

ac blust hasan hrae blogger

What to do to prevent AC explosion?


 AC blast in the capital's Uttara:


 A day after the death of her husband, wife also died. Not only this year, it has been seen for some time that reports of AC blasts have been going on for some time, Harhmsa. Tall is the process of death. The number of casualties is also increasing. As a result, panic is spreading among all; Because we usually knew about the gas cylinder explosion that happened so long. Sometimes the news of the AC blasts came in the ears, but many were not aware of its horror. The time has come to be aware of such accidents. Only awareness can prevent repeat of these unwanted events. Let's not know why AC blasts happen?

1. Sometimes the jam stays inside the compressor, the gas becomes leaky. Explosions can occur if the jammer leak is not serviced on time. Besides, accidents can occur due to non-cleaning AC filters regularly.

 2. Compressor blasts can occur if AC pressure increases.

3. Many times ACB explosion can occur due to the burnable gas.

4. Most of these incidents happen due to electric high voltage. Due to high voltage pressure on any electric machine there is a problem and once the situation is created like a blast.

 5. AC blasts can occur for a lot of time due to lightning. Avoid accidental accidents in AC:

 The only way to get rid of these incidents is to have a little awareness and caution.

 1. Do not keep the AC 24 hours. If running long, the AC equipment can be hot and fire hot. Take a few hours to sink for at least a couple of hours.

 2. At least once a year by professional technician check up the AC. Because of the mechanical or electrical fault, your fire can be burnt anytime, from your AC. So keep in touch with technician whether there is a fault in your AC connection.

3. Keep the filter clean; Keep in mind that there is no need to tighten anything inside the AC. Clean your air conditioner air filter routine or if you have a reusable filter then change it after a specific time. This is one of the most important AC maintenance tasks. It should be done once a year, such as summer and winter or during the spring every month.

4. Wiring monitoring; Before working in the air conditioner, please turn off the electricity connection. This can be done from your home's main break panel. First remove the access panel from your centralized unit and see if there is any sign of overheating. If you find some molten layer on the cable, black or burning, then get the help of the expert. Take a look at all the inner cable connection tight.

5. To avoid electric high voltage, keep the tremors in the roofs of the buildings.

6. Avoid counterfeit AC use. Many times the low quality and non-branded parts are sold in the market with the name of the famous name and logo, using these fake SIs. Therefore, must be careful when buying AC.

 7. At the beginning of the summer, the condition of electrical connections, sockets, filter-all of the AC electrical inspection needs to be checked. If you want to get started after a long period of time, you should check the connection of the ear. If there is a shutdown for many days, then there is a sound inside the AC. The water can also be read again.




এসি’র বিস্ফোরণ রোধে করণীয় কী?

------------------------------------------------------------

রাজধানীর উত্তরায় এসি বিস্ফোরণঃ

 দগ্ধ স্বামীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্ত্রীও। শুধু এ বছরেই নয় বেশ কিছুদিন থেকেই এসি বিস্ফোরণের এরকম খবর দেখতে হচ্ছে হরহামেশা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। বাড়ছে হতাহতের সংখ্যাও।


ফলে সবার মাঝে ছড়িয়ে পড়ছে আতংক; কারণ আমরা সাধারণত রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথাই জানতাম এতোদিন। এসি বিস্ফোরণের খবর মাঝে মাঝে কানে আসলেও এর ভয়াবহতা সম্পর্কে অনেকেই জ্ঞাত ছিলাম না।
এরকম দুর্ঘটনা সম্পর্কে সজাগ হওয়ার সময় এসেছে। শুধুমাত্র সচেতনতাই পারে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে। আসুন জেনে নেই কেন এসি’র বিস্ফোরণ ঘটে?

১। অনেক সময় কম্প্রেসারের ভেতরে জ্যাম লেগে থাকে, গ্যাস লিক হয়ে যায়। এই জ্যাম আর লিক সময়মতো সার্ভিসিং না করালে বিস্ফোরণ ঘটতে পারে। এছাড়া এসি’র ফিল্টার নিয়মিত পরিষ্কার না করার কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

২। এসি’র প্রেসার বেড়ে গেলে কম্প্রেসার বিস্ফোরণ ঘটতে পারে।

৩। অনেক সময় বার্নেবল গ্যাসের কারণেও ঘটতে পারে এসি বিস্ফোরণের ঘটনা।

৪। বেশিরভাগ সময়ই বৈদ্যুতিক হাই ভোল্টেজের কারণে এসব ঘটনা ঘটে। হাইভোল্টেজের কারণে যেকোনো ইলেক্ট্রিক মেশিনের ওপর চাপ সৃষ্টি হলেই সেখানে সমস্যা হয় এবং একসময় বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়।

৫। বজ্রপাতের কারণে অনেক সময় এসি বিস্ফোরণ ঘটতে পারে।

এসি’র বিস্ফোরণজনিত দুর্ঘটনা এড়াবেন যেভাবেঃ একটু সচেতনতা আর সতর্কতা অবলম্বনই এসব ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ।

১। ২৪ ঘণ্টা এসি চালু রাখবেন না। দীর্ঘক্ষণ চালু থাকলে এসি’র যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে। বেশ কিছুক্ষণ চালিয়ে অন্তত এক-দুই ঘণ্টা এসিকে বিশ্রাম দিন।

২। বছরে অন্তত একবার প্রফেশনাল টেকনিশিয়ান দ্বারা এসি চেক আপ করান। কারণ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফল্টের কারণে যে কোন সময় আগুন ধরে যেতে পারে আপনার এসি থেকে। তাই টেকনিশিয়ান দ্বারা চেক করিয়ে রাখুন আপনার এসির কানেকশনে কোন ফল্ট আছে কিনা।

৩। ফিল্টার পরিষ্কার রাখুন; খেয়াল রাখুন যেন এসির ভেতর কিছু জমাট বেঁধে না যায়। আপনার এয়ার কন্ডিশনার এর এয়ার ফিল্টার নিয়মিতি পরিষ্কার করুন বা যদি আপনার পুনঃব্যবহারযোগ্য ফিল্টার থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পর তা পরিবর্তন করুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এসি রক্ষণাবেক্ষণের কাজগুলোর মধ্যে একটি। বছরের কিছু সময় যেমন গ্রীষ্ম এবং শীতকালে বা বসন্তের সময় প্রতি মাসে একবার এটি করা উচিত।

৪। ওয়্যারিং পর্যবেক্ষণ; এয়ার কন্ডিশনারে কাজ করার আগে অবশ্যই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নিন। এটি আপনার বাড়ির প্রধান ব্রেকার প্যানেল থেকে করা যাবে। প্রথমে আপনার কেন্দ্রীভূত ইউনিট এ অ্যাক্সেস প্যানেলটি সরান এবং ওভারহিটিং এর কোনো লক্ষণ আছে কিনা দেখুন। এছাড়াও তারের ওপর গলিত আস্তরণ, কালো বা জ্বলন্ত কিছু খুঁজে পেলে সাথে সাথে বিশেষজ্ঞের সাহায্য নিন। ভেতরের সবগুলো তারের সংযোগ টাইট করে লাগানো কিনা দেখে নিন।

৫। বৈদ্যুতিক হাই ভোল্টেজ এড়ানোর জন্য ভবনগুলোর ছাদে বজ্রনিরোধক ব্যবস্থা রাখুন।

৬। নকল এসি ব্যবহার থেকে বিরত থাকুন। অনেক সময় নিম্নমানের ও মানহীন যন্ত্রাংশ এসব নকল এসিতে ব্যবহার করে বিখ্যাত কোন এসির নাম ও লোগো দিয়ে বাজারে বিক্রি করা হয়। তাই এসি কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বণ করতে হবে।

৭। গরমের শুরুতে এসির বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার—এসবের অবস্থাটা ঠিকমতো পরীক্ষা করতে হবে। অনেক দিন বন্ধ থাকার পর চালু করতে গেলে অবশ্যই এসির সংযোগ তার পরীক্ষা করে নেওয়া উচিত। অনেক দিন বন্ধ থাকার কারণে চালু করলে এসির ভেতরে শব্দ হতে থাকে। আবার পানিও পড়তে পারে।

2 comments:

Powered by Blogger.