Header Ads

What is Tempreture


Temperature unit, What is Tempreture,hasan rae blogger


What is Tempreture ?


Temperature:
 When the heat is applied to a material or the heat exits, its temperature is changed. The temperature of the object is called temperature or warmness. The temperature is measured by the thermometer.

 The temperature unit is released in degree by degrees.

 According to various scales, its units are different and the degree of temperature is added by adding that scale to the degree.

 Thermometer is a type of glass tube in which the mercury is filled with two edges. Inserted into the ice, the spots are cut in the highest position with the lowest position of the para and the heat. The intermediate space is scratched in different ways, according to which the three parameters of temperature measurement are commonly used. Such as: Centigram scale, Fahrenheit scale, Romar scale. There is also one more scale, the Kelvin scale.




তাপমাত্রাঃ

কোন বস্তুতে তাপ প্রয়োগ করলে বা তাপ বের করে নিলে তার তাপগত অবস্থার পরিবর্তন হয়। বস্তুর এ তাপগত অবস্থাকেই তাপমাত্রা বা উষ্ণতা বলতে হবে। তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার  এর সাহায্যে।

তাপমাত্রার এককঃ
তাপমাত্রাকে ডিগ্রীতে প্রকাশ করা হয়। বিভিন্ন স্কেল অনুসারে এর একক ও বিভিন্ন হয় ডিগ্রীর সাথে ঐ স্কেল যোগ করে তাপমাত্রার একক প্রকাশ করা হয়।

থার্মোমিটার  এক ধরনের কাচের টিউব যার মধ্যে পারদ ভরে দুই প্রান্ত আটকিয়ে দেওয়া হয়। বরফের  মধ্যে ঢুকিয়ে পারদের সর্বনিম্ন অবস্থান এবং উত্তাপ দিয়ে সর্বোচ্চ অবস্থানে দাগ কাটা হয়। মধ্যবর্তী স্থানটুকু কে বিভিন্ন অনুসারে বিভিন্ন ভাবে দাগাংকিত করা হয় সাধারনত তাপমাত্রা পরিমাপের তিনটি স্কেল ব্যবহার করা হয়।
যেমনঃ- সেন্টিগ্রাম স্কেল,  ফারেনহাইট স্কেল, রোমার স্কেল। এ ছাড়া ও আরো একটি স্কেল আছে, তা কেলভিন স্কেল।

No comments

Powered by Blogger.