Header Ads

What is Heat

What is Heat
heat hasan rae blogspot.com



What is Heat 


Heat:
 Heat is one type of energy. The energy that we feel cold or hot, so is the heat. The main source of heat is the sun. Calorific Measurement Device Calorie Meter.

Temperature or warmth:
The temperature or warmth is known as how hot or cold the object is. Meaning of the thermal conditions of an object is called temperature.

 Temperature unit
1 (M.K.S. or S.I.) degree centrally ............. (° C)
 2. (F.P.S) degrees Fahrenheit .................. (° F)

Types of Heat:
1. Sensible Heat
 2. Latent Heat

 1. Latent heat:

The thermal reception or exclusion or abandonment during temperature changes without changing the condition of the object, therefore, is considered as an inherent heat. That is, the heat that the heat receives during the change of the thermal dimension of the object,

2.Sufficient heat:

 At a constant temperature, any substance of the mass of heat is called heat or dehydration of the substance that the heat receives or exits when changing its condition. That is, the heat that takes place during the change of the condition of the object is so hot that it takes heat.







তাপঃ
তাপ এক প্রকার শক্তি। যে শক্তির প্রভাবে আমরা ঠান্ডা কিংবা গরম অনুভব করি তাই তাপ। তাপের প্রধান উৎস সূর্য। তাপ পরিমাপ যন্ত্রের নাম ক্যালরি মিটার।

তাপমাত্রা বা উষ্ণতাঃ
তাপমাত্রা বা উষ্ণতা বলতে কোন বস্তু কতটুকু গরম বা ঠান্ডা তা বুযানো হয়।  অর্থাঃ কোন বস্তুর তাপগত অবস্থাকেই তাপমাত্রা বলে।

তাপমাত্রার এককঃ
১. (M.K.S. বা S.I) পদ্ধতিতে ডিগ্রী  সেন্ট্রিগ্রেড............. (°C)
২. (F.P.S) পদ্ধতিতে ডিগ্রী ফারেনহাইট.................. (°F)

তাপের প্রকারভেদঃ
১.অনুমেয় তাপ (Sensible Heat)
২. সুপ্ত তাপ  (Latent Heat)

১.অনুমেয় তাপঃ
বস্তুর অবস্থার পরিবর্তন না করে তাপমাত্রার  পরিবর্তনের সময় যে তাপ গ্রহন বা বর্জন অথবা ত্যাগ করে তাকে অনুমেয় তাপ বলে। অর্থাৎ বস্তুর তাপ মাত্রার পরিবর্তনের সময় যে তাপ গ্রহন বা ত্যাগ করে তাই অনুমেয় তাপ।

২.সুপ্ত তাপঃ
স্থির তাপমাত্রায় একক ভরের কোন পদার্থ তার অবস্থার পরিবর্তনের সময় যে তাপ গ্রহন বা বর্জন করে তাকে উক্ত পদার্থের সুপ্ত তাপ বা লীন তাপ বলে। অর্থাৎ  বস্তুর অবস্থার পরিবর্তনের সময় যে তাপ লাগে তাই সুপ্ত তাপ।

No comments

Powered by Blogger.