Header Ads

এসি বিস্ফোরণ থেকে বাচার উপায়













এসি বিস্ফোরণ থেকে বাচার উপায় 


প্রথমত, ২৪ ঘণ্টা এসি চালু না রাখা।  বলা হচ্ছে, দীর্ঘ সময় চালু থাকলে এসির যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে। এজন্য মাঝেমধ্যে এক-দুই ঘণ্টা এসিকে বিশ্রাম দিতে হবে। বছরে অন্তত একবার প্রফেশনাল টেকনিশিয়ান দিয়ে এসির রক্ষণাবেক্ষণের কাজ করাতে হবে।

 মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফল্টের কারণে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে।

  নিয়মিত ফিল্টার পরিষ্কার রাখতে  হবে ।এসির ভেতর কিছু জমাট বেঁধে যেন না যায়। এসির এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করতে হবে। এই ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন এসি রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ কাজ। এসির ওয়্যারিং পর্যবেক্ষণ করাও জরুরি ।

 এসির কাজ করার আগে অবশ্যই বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে।

 অনেক সময় বজ্রপাতেও এসি বিস্ফোরণ ঘটে।

এজন্য হাই ভোল্টেজ এড়াতে ভবনের ছাদে বজ্রনিরোধক ব্যবস্থা রাখতে হবে। নিম্নমানের নকল এসি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। 

এছাড়া গরমের শুরুতে এসির বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার- এসবের অবস্থা ঠিকমতো পরীক্ষা করতে হবে। অনেক দিন বন্ধ থাকার পর চালু করতে গেলে এসির সংযোগ তার পরীক্ষা করতে হবে।



Ways to survive an AC explosion


Ways to avoid AC explosion First of all, do not keep AC on for 24 hours. That being said, if left on for a long time, the AC equipment may overheat and catch fire.

For this, AC should be rested for one or two hours from time to time. AC maintenance should be done by a professional technician at least once a year. Mechanical or electrical faults can cause fires at any time. Regularly keep the filter clean. Do not let anything freeze inside the AC.

 The AC air filter needs to be cleaned regularly. Cleaning or changing these filters is an important function of AC maintenance. It is also important to monitor the AC wiring. The power connection must be turned off before the AC can work. Many times AC explosions also occur due to lightning. Therefore, to avoid high voltage, lightning protection system should be installed on the roof of the building.

 Low quality fake AC should be avoided. In addition, at the beginning of the heat,

 the electrical connection of the AC, socket, filter - all these must be properly checked. If it is turned off after many days, the AC connection will have to be checked.

1 comment:

Powered by Blogger.