Header Ads

How to work  and use Electronic capacitore
work capacitore.hasanrae.blogspot.com


How to work  and use Electronic capacitore

 Capacitor

 Capacitor is a two-terminal electronics component that is designed to maintain energy. It consists of two electrode plates, one is separated from each other by the insulator. When the current is given, the electrons are being stored in one plate which is positive positive charge in the negative plate and another plate, that is the positive plate. Positive charge deposits mean that the electrons fall on that plate. This way the capacitor keeps charge.

 Capacitance (C) was measured by Farad (F). Capacitors are marked with volts (V) and capacitance (μF). Many people think that it is more important to measure. Usually the capacitance is okay, but there is no problem even with the voltage of 16V at 50V. But it can be cracked when low voltage !! * Increases with capacitor size, voltage and capacitance.

If the size is less than C, then the size will be smaller and the size of C can be smaller but if more V or C, then the size of C or V will increase a lot! 1 farad means placing 1 coulomb charge in plates, which will result in 1v of plates. The formula V = Q / C is here V is the voltage, Q is the charge, if the current is given in the capacitance farad capacitor, the charges will be stored at equal rates between the plates and therefore the volts will increase at the same rate.

Capacitors are mainly of two types: Electrolytic capacitor: Positive Negative Terminal. Non-electrolytic capacitor: Convex negative negative terminal does not contain. There are also many types of capacitors, ceramic, tantalum, metal film etc. Electrolytic capacitor / - Connection is okay or it will rotate like the following video. Non-electrolytic capacitor can be fitted in any way so there is no need for polio. One of the most used components of capacitor analog and digital circuits.

 It is useful for various uses such as AC-DC converter, Sound Filter Emplifiers, Fun Regulators, Booster Circuit, SRAM in computer, which is very fast, the capacitor's importance is much more important!


ক্যাপাসিটর


ক্যাপাসিটর একটি দুই টার্মিনালের ইলেক্ট্রনিকস কম্পোনেন্ট যা বানানো হয়েছে এনার্জি বা চার্জ  ধরে রাখার জন্য (electric field) এ। এটার মধ্যে দুটো ইলেক্ট্রোড প্লেট থাকে, একটা থেকে আরেকটা আলাদা করে রাখা হয় মাঝখানে (insulator) দিয়ে। যখন কারেন্ট দেয়া হয় তখন এক প্লেটে ইলেকট্রন জমা হতে থাকে যেটা হলো নেগেটিভ প্লেট আর আরেক প্লেটে সমপরিমান পজিটিভ চার্জ জমা হতে থাকে, এটা হলো পজেটিভ প্লেট। পজিটিভ চার্জ জমা হওয়া মানে সেই প্লেটে ইলেকট্রন কমতে থাকা। এভাবেই এনার্জি বা চার্জ ধরে রাখে ক্যপাসিটর।

ক্যপাসিটেন্স(C) মাপা হয় Farad(F) দিয়ে। ক্যপাসিটরে মার্ক করা থাকে ভোল্ট(V) এবং ক্যপাসিটেন্স(µF)। অনেকে ভাবেন কোনটা মাপমতো থাকা বেশি জরুরি। সাধারনত ক্যপাসিটেন্স টা ঠিক থাকা জরুরি কিন্তু ভোল্ট 16V এর যায়গায় 50V লাগালেও কনো সমস্যা হয় না। তবে কম ভোল্ট লাগালে ফেটে যেতে পারে!!

ক্যাপাসিটরের সাইজ, ভোল্ট এবং ক্যপাসিটেন্স এর সাথে সাথে বাড়তে থাকে। বেশি C কম V হলে সাইজ ছোট হবে আবার কম C বেশি V হলেও সাইজ ছোট হতে পারে তবে বেশি V অথবা C থাকলে তখন অল্প বেশি C অথবা V হলেও সাইজ বেড়ে যাবে অনেক!

1 farad মানে প্লেটগুলোর মধ্যে 1 coulomb চার্জ ধরে রাখা যার ফলে প্লেটগুলোর মধ্যে 1V তৈরি হবে। সূত্র
V = Q / C
এখানে V হলো ভোল্ট, Q হলো চার্জ, C হলো ক্যপাসিটেন্স farad

ক্যপাসিটরে যদি সমান হারে কারেন্ট দেয়া হয় তাহলে প্লেটগুলোর মধ্যেও সমান হারে চার্জ জমা হতে থাকবে এবং তার ফলে ভোল্টও সমান হারে বাড়তে থাকবে প্লেটের মধ্যে।

ক্যাপাসিটর প্রধানত দুই প্রকার  হয়ে থাকে:

Electrolytic capacitor: পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকে।
Non-electrolytic capacitor: কনো পজেটিভ নেগেটিভ টার্মিনাল থাকে না।
এছাড়াও আরো অনেক ধরনের ক্যাপাসিটর আছে ceramic, tantalum, metal film ইত্যাদি। electrolytic ক্যাপাসিটরে +/- কানেকশন ঠিকমত দিতে হয় নাহলে ফেটে যাবে নিচের ভিডিওটার মত😰। Non-electrolytic ক্যাপাসিটরে কনো পোলারিটি থাকেনা তাই যেকনো ভাবেই লাগানো যায়।

ক্যাপাসিটর এনালগ এবং ডিজিটাল সার্কিটে সবচেয়ে বেশি ব্যবহৃত কম্পোনেন্টের মধ্যে একটা। এটা ভিবিন্ন কাজে লাগে যেমন AC-DC কনভার্টারে, সাউন্ড ফিল্টার করা এমপ্লিফায়ারে, ফ্যন রেগুলাটরে, বুষ্টার সার্কিটে, কম্পিউটারে SRAM এ যেটা খুব দ্রুতগতির RAM আরো অনেক যায়গায় ক্যাপাসিটরের গুরুত্ব অপরিসীম!

1 comment:

Powered by Blogger.