Header Ads

10 points for AC cost at low cost !!
ac cost low.hasanrae.blogspot.com


10 points for AC cost at low cost !!


 Do not want to buy AC because of the excess electricity bill. Some effective points to use AC power without lowering the electricity bill !!

1) Run AC in the temperature control.
   Do not keep the temperature of the acid below 78 degrees Fahrenheit or 26 degrees Celsius. This is     the temperature of our country's electricity department. If the temperature is too low, electricity         will   cost a lot, even because it is not impossible to have load shedding more. When you go to     sleep,you can increase the temperature to 28 or 30 degrees.

 2) Close the AC if it is not necessary. Do not keep the 24-hour AC. Use the AC only when it feels hot when it feels hot. If you leave the house then close the AC. Check out whether the room is running AC at the time of leaving the house.

 3) Use the ceiling fan to reduce the excessive temperature of the AC to 24 to 25 degrees Celsius and leave the fan. The house will cool down quickly. Also, use one eistuff fan during cooking so that the heating of the kitchen can not spread throughout the house.

4) Keep the doors of the house well closed. In the house that is AC, try to sit with everyone in the room. Keep the doors of other rooms well. Electricity costs will be much lower in order to cool a house. When the door is open, the pressure on the AC to cool the other houses will be more, the current bill will come.

5) Take a look at whether windows-doors are closed properly. Many home-made doors-windows and walls are spaced apart. Due to these, it takes a lot of time for the house to cool easily, and sometimes it is cold. Repair these spaces. This will work well in AC.

 6) Keep the AC clean. Keep regular AC clean. Clean yourself or clean skilled technicians. Clear the hybrid filter.

7) Use the screen in the window during the day. The windows can not warm the room after heavy screening sunshine in front of the door and door. As a result, there is no need to run AC time for many years.

8) Take the doors and windows open at night. If the temperature is low in the night, then close the AC and open doors and windows. In this, the cold air will go out of the house.

9) Reduce speed of the fan of Indoor fan. Do not raise the AC fan speed even if the temperature is high. Only if the humidity of the air is high, then the speed of the fan can be high.

10) Use gadgets. Computers, TVs, washing machines, dryers - Use these when no temperature is around during the night, when the temperature decreases. Gadget increases temperature. You can use LED lights instead of normal light.



কম খরচে এসি ব্যবহারের ১০টি পয়েন্ট !!


বিদ্যুৎ বিল বেশি আসার কারনে ভয়ে এসি কিনতে চান না। বিদ্যুৎ বিল কম রেখেই এসি ব্যবহারের কিছু কার্যকরী পয়েন্ট !!

১) তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে এসি চালান ।
 ৭৮ ডিগ্রী ফারেনহাইট বা ২৬ ডিগ্রী সেলসিয়াসের নিচে এসির তাপমাত্রা রাখবেন না। এটা আমাদের দেশের বিদ্যুৎ বিভাগের বেঁধে দেওয়া তাপমাত্রা। তাপমাত্রা খুব বেশি কমাতে গেলে বিদ্যুৎ অনেক বেশি খরচ হবে, এমনকি এর কারণে লোড শেডিং বেশী হওয়াও অসম্ভব নয়। ঘুমাতে যাবার সময়ে তাপমাত্রা আরেকটু বাড়িয়ে রাখতে পারেন ২৮ বা ৩০ ডিগ্রি।

২) দরকার না হলে এসি বন্ধ করে দিন ।
 ২৪ ঘণ্টা এসি চালিয়ে রাখবেন না। গরম যখন অসহনীয় মনে হয় মানে গরম বেশি মনে হয় তখনই এসি ব্যবহার করুন। ঘর থেকে বের হলে এসি বন্ধ করে দিন। বাড়ি থেকে বের হবার সময়ে কোনো রুমের এসি চালানো আছে কিনা ভালো করে চেক করে নিন।

৩) সিলিং ফ্যান ব্যবহার করুন এসির তাপমাত্রা অতিরিক্ত না কমিয়ে ২৪ থেকে ২৫ ডিগ্রী সেলসিয়াস রাখুন এবং ফ্যান ছেড়ে দিন। এতে ঘর দ্রুত বেসি ঠান্ডা হবে। এছাড়া রান্নার সময়ে একজাস্ট ফ্যান ব্যবহার করুন যাতে কিচেনের গরমটা সারা ঘরে ছড়িয়ে না পড়তে পারে ।

৪) ঘরের দরজা ভালো করে বন্ধ রাখুন ।
 যে ঘরে এসি আছে, চেষ্টা করুন সেই ঘরে সবাইকে নিয়ে বসতে। অন্যান্য ঘরগুলোর দরজা ভালো করে বন্ধ রাখুন। একটি ঘর ঠান্ডা করতে বিদ্যুৎ খরচ অনেক কম হবে। দরজা খোলা থাকলে অন্যান্য ঘর ঠান্ডা করতে গিয়ে এসির ওপর চাপ বেশি পড়বে, কারেন্ট বিল বেসি আসবে ।

৫) জানালা-দরজা ভালোভাবে বন্ধ হয় কিনা দেখে নিন ।
 অনেক বাসা বাড়িতেই দরজা- জানালা এবং দেয়ালের মাঝে ফাঁকফোকর থাকে। এসবের কারণেও ঘর সহজে ঠান্ডা হতে অনেক বেসি সময় লাগে আবার অনেক সময় ঠান্ডা ও হয় না । এসব ফাঁকফোকর মেরামত করুন । এতে এসি ভালো করে কাজ করবে।

৬) এসি পরিষ্কার রাখুন ।
  নিয়মিত এসি পরিষ্কার রাখুন। নিজে পরিষ্কার করুন অথবা দক্ষ টেকনিসিয়ান ডেকেও পরিষ্কার করাতে পারেন। এসির ফিল্টার পরিস্কার করে রাখুন ।

৭) দিনের বেলায় জানালায়  পর্দা ব্যবহার করুন ।
 জানালা ও দরজার সামনে ভারী পর্দা দেওয়া রোদ ঢুকে ঘর গরম করতে পারে না। ফলে অনেক বেসি সময় এসি চালানোরই দরকার হয় না।
 
৮) রাত্রে দরজা-জানালা খুলে দিন ।
 রাতের বেলায় তাপমাত্রা এমনিতে কম থাকে, সে সময়ে এসি বন্ধ করে দরজা-জানালা খুলে দিবেন । এতে বাহিরের ঠান্ডা বাতাস ঘরে চলাচল করবে।

৯) এসির ইনডোরের ফ্যান এর গতি কমিয়ে রাখুন ।
 তাপমাত্রা বেশি থাকলেও এসির ফ্যান স্পিড বাড়াবেন না। বাতাসের আর্দ্রতা বেশি থাকলেই শুধু তখনই ফ্যানের স্পিড হাই  দিতে পারেন।

১০) গ্যাজেট কমইয়া ব্যবহার করুন ।
 কম্পিউটার, টিভি, ওয়াশিং মেশিন, ড্রায়ার- এসব দিনের বেলা নয়, রাতের বেলা তাপমাত্রা কমে গেলে তখন ব্যবহার করুন। গ্যাজেট তাপমাত্রা বাড়ায়। সাধারণ বাতির বদলে এলইডি লাইট ব্যবহার করতে পারেন।

2 comments:

Powered by Blogger.