Header Ads

How to work solenoid valve

Solanoid valves, (solenoid valve = s.v)
solinoied valve hasan rae blogspot.com


Solanoid valves, (solenoid valve = s.v)

 refrigerate and air conditioning require automatic flow of liquids or lethal freezers, brine, kidney water, steam, air, water flow. Solanoid valves are used to maintain pressure and temperature through fluid control. Therefore, the power-driven device is automatically solenoid valve for automatic flow and current flow. Its main two parts - electric parts: cylindrical archers have spiral wire coils with two contact points. The electrical connection was given to that contact point. If the thermostat or temperature cut out or any other regulator provides electricity, then the electric magnet is generated in the cable. This process is called energised. The generated energy moves the planker upwards. It opens the flow path and starts the flow of fluid. Mechanical parts: The mechanical part consists of body (cylinder), plankton, spring, needle, nidlite, venetian etc. The mechanics of the planes move in the mechanical part of magnetic field. In this, due to the transfer of the nidle from its position, the flow of the flow is opened and closed. Because of which flow of flow is regulated. Types of Solenoid Valves: Different types of Salineoid Valves are used in different ways to make the process fair and accurate. The solanoid valve used in refrigeration and air conditioning is divided into two parts - 1 Direct acting Salineoid Valve. 2 Pilot operated solenoid valve, operated. These three types are based on the flow port- 1 Two-way Solenoid valve (two way solenoid valve) 2 | Three-way salineoid valve (3 way solenoid valve) 3 | Four-way Solenoid valve, many thanks to all, ,,,,,,,,,,,,,


সলিনয়েড ভ্যালভ, (solenoid valve = s.v)

হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণে তরল বা বাস্পীয় হিমায়ক, ব্রাইন, চিল্ড ওয়াটার, স্টিম, বাতাস,
পানি প্রভূতি প্রবাহীর স্বয়ংক্রিয় প্রবাহের প্রয়োজন হয়। প্রবাহী নিয়ন্ত্রণের মাধ্যমে চাপ ও তাপমাত্রা অনুকূলে রাখার জন্য সলিনয়েড ভ্যালভ ব্যবহার করা হয়। সুতরাং স্বয়ংক্রিয় ভাবে প্রবাহীর প্রবাহ বন্ধ ও চালু করার জন্য বিদ্যুৎ চালিত যন্ত্রটিকে সলিনয়েড ভ্যালভ বলে। এর প্রধান দুই অংশ-

বৈদ্যুতিক অংশ:
সিলিন্ডারাকৃতির আর্মেচারে পেঁচানো তারের কয়েল থাকে যার ২টি কন্টাক্ট পয়েন্ট থাকে।
উক্ত কন্টাক্ট পয়েন্টে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়। থার্মোস্ট্যাট বা টেম্পারেচার কাট আউট বা অন্য কোন নিয়ন্ত্রক দ্বারা তাতে বিদ্যুৎ সরবরাহ দিলে কয়েলে বৈদ্যুতিক চুম্বকত্বের
(electro magnet) সৃষ্টি হয়। এ প্রক্রিয়াকে এনার্জাইসড (energised) বলা হয়। সৃষ্ট শক্তি প্লান্জ্ঞারটিকে উপরের দিকে স্থানান্তর করে। এতে প্রবাহ পথ খুলে যায় এবং প্রবাহী প্রবাহ শুরু হয়।

যান্ত্রিক অংশ:
বডি (সিলিন্ডার), প্লান্জ্ঞার, স্প্রিং, নিড‍্ল, নিড‍্লশিট, ভেনচুরি ইত্যাদি সমন্বয়ে মেকানিক্যাল অংশ গঠিত। আর্মেচারে চুম্বকত্বের প্রভাবে যান্ত্রিক অংশে প্লান্জ্ঞার চলাচল করে। এতে নিড‍্লটি নিজ অবস্থান হতে স্থানান্তর হবার ফলে প্রবাহীর প্রবাহ পথ খোলে এবং বন্ধ হয়। যার কারণে প্রবাহীর প্রবাহ নিয়ন্ত্রত হয়।

সলিনয়েড ভ্যালভের প্রকারভেদ:
কার্যক্রমকে সুষ্ঠু ও যথার্থ করার জন্য বিভিন্নমুখি কাজের ভিন্ন ভিন্ন সলিনয়েড ভ্যালভ ব্যবহার করা হয়। হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণে ব্যাবহৃত সলিনয়েড ভ্যালভ কে ২ ভাগে ভাগ করা হয়-
১| ডাইরেক্ট (direct acting) সলিনয়েড ভ্যালভ,।
২| পাইলট অপারেটেড (pilot operated) সলিনয়েড ভ্যালভ,।

প্রবাহ পোর্টের উপর ভিত্তি করে এ তিন প্রকার-

১| দুই পথ বিশিষ্ট সলিনয়েড ভ্যালভ,(two way solenoid valve)২|তিন পথ বিশিষ্ট সলিনয়েড ভ্যালভ,          (Three way solenoid valve)৩| চার পথ বিশিষ্ট সলিনয়েড ভ্যালভ,(Four way solenoid valve)

কিছু বলার থাকলে কমেন্ট করেন

No comments

Powered by Blogger.